Saturday, July 11, 2020

নতুন পাখালদের জন্য টিপস ❤



পাখি আমরা সবাই শখ করেই ক্রয় করে থাকি,  শখ থেকে আস্তে আস্তে অনেক সময় পকেট খরচ এর টাকা ও উপার্জন করা যায়। নতুন পখালদের ক্ষেত্রে পাখি ক্রয় করার আগে এই বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত।

১। অবশ্যই বাচ্চা পাখি দিয়ে পাখি পালন শুরু করবেন।
২। পাখি ক্রয় করার আগে প্রাথমিক কিছু ধারনা আগে নিয়ে নিবেন তাহলে পাখি ক্রয় করতে সুবিধা হবে।
৩। অবশ্যই সম্ভব হলে কোন ব্রিডার এর কাছ থেকে পাখি কিনবেন। কারন ব্রিডার ও ট্রেডার কখন  ও এক না।
৪। পাখি ক্রয় করার সময় পাখির আচার আচরন খেয়াল করবেন।
৫। চঞ্চল পাখি ক্রয় করবেন।
৬।পাখির সাস্থ   ভালো দেখে ক্রয় করবেন।
৭।পাখির  পরিচর্যা সম্পর্কে আগে জেনে নিবেন।
৮। পাখির দৈনিক রুটিন  করবেন তাহলে পাখি সুস্থ থাকবে।
৯।পাখিকে সাস্থবান খাবার দিবেন
১০। প্রতিদিন পরিস্কার পানি দিবেন।
১১।পাখিকে বসার জন্য অবশ্যই নিম গাছের ডাল দিবেন।
১২।পাখির খাচায় অতিরিক্ত খেলনা দিবেন না,  এতে পাখি উরতে অসুবিধা হয়।
১৩। পাখির খাচায় যেন সরাসরি বাতাস  ও মেঘ না পরে অইরকম জায়গায় রাখতে হবে।

আশা করি নতুন পখাল হিসেবে এগুলু মেনে চললেই অনেক কিছু অর্জন করতে পারবেন আর শিক্ষা গ্রহন এর শেষ নেই তাই প্রতিনিয়ত শিখেই যাবেন।
ধন্যবাদ ❤

Thursday, July 9, 2020

বাজ্রিগার বাচ্চা পঙ্গু কেনো হয়?

বাজ্রিগার এর ছোট বাচ্চার ঠোঁটে ও পায়ের নখ এ অনেক সময় টয়লেট লেগে থাকে যা পরবর্তীতে শক্ত হয়ে যায় ও ঠোট ও নখ কে বৃদ্ধি  হতে অসুবিধা করে ফলে বাচ্চা সঠিক বিকাশ হয় না ও বাচ্চা পঙ্গু  হয়ে যায় যা একজন পাখাল এর জন্য দুঃখজনক , তাহলে এর সমাধান কি?? 

সমাধানঃ- সবগুলা বাচ্চা ফুটার পর হারি খেয়াল রাখা,  হাড়ি পরিস্কার করে দেয়া ময়লা হয়ে গেলে,  আর যদি টয়লেট কোন বাচ্চার ঠোট এ ও নখ এ লেগে থাকে তাহলে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে তুলো দিয়ে আস্তে আস্তে পরিস্কার করে দিতে হবে 

বিঃ দ্রঃ পরিস্কার করার সময় অবশ্যই আস্তে আস্তে খেয়াল করে করতে হবে,  একটু অসাবধানতা বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।

Tuesday, July 7, 2020

বাজ্রিগার এর বাচ্চা বেশি ছোট বড় হলে কি করবেন??

প্রথমে খাবার দিয়ে বড় বাচ্চা গুলা সরিয়ে ফেলবেন এবং ছোট বাচ্চা গুলা রেখে দিবেন এবং খেয়াল করবেন মা বাবা খাওয়ায় কি না, (যদি না খাওয়ায় তাহলে হেন্ডফিডিং করাতে হবে)  এই সুযোগ এ বড় বাচ্চা গুলার সাথে কিছু সময় খেলতে পারেন এতে বাচ্চা গুলার মানুষ এর প্রতি ভয় কেটে যাবে এবং মোটামোটি টেম হয়ে যাবে।  ছোট বাচ্চা গুলুকে খাওয়ানোর পর বড় বাচ্চা গুলা আবার খাচায় দিয়ে দিবেন।  বাচ্চা থাকা অবস্থায় পর্যাপ্ত খাবার নিশ্চিত করতে হবে। এগফুড,  সফটফুড, পরিস্কার সিড মিক্স ও পরিস্কার পানি দিতে হবে।

বিঃদ্রঃ- বাচ্চা ফুটার পর একটু বেশি যত্ন নিতে হয় পাখির কারন ওই সময় প্রচুর পরিস্রম হয় পাখির বাচ্চা খাওয়াতে ও ডিম তা দিতে গিয়ে।