Tuesday, July 7, 2020

বাজ্রিগার এর বাচ্চা বেশি ছোট বড় হলে কি করবেন??

প্রথমে খাবার দিয়ে বড় বাচ্চা গুলা সরিয়ে ফেলবেন এবং ছোট বাচ্চা গুলা রেখে দিবেন এবং খেয়াল করবেন মা বাবা খাওয়ায় কি না, (যদি না খাওয়ায় তাহলে হেন্ডফিডিং করাতে হবে)  এই সুযোগ এ বড় বাচ্চা গুলার সাথে কিছু সময় খেলতে পারেন এতে বাচ্চা গুলার মানুষ এর প্রতি ভয় কেটে যাবে এবং মোটামোটি টেম হয়ে যাবে।  ছোট বাচ্চা গুলুকে খাওয়ানোর পর বড় বাচ্চা গুলা আবার খাচায় দিয়ে দিবেন।  বাচ্চা থাকা অবস্থায় পর্যাপ্ত খাবার নিশ্চিত করতে হবে। এগফুড,  সফটফুড, পরিস্কার সিড মিক্স ও পরিস্কার পানি দিতে হবে।

বিঃদ্রঃ- বাচ্চা ফুটার পর একটু বেশি যত্ন নিতে হয় পাখির কারন ওই সময় প্রচুর পরিস্রম হয় পাখির বাচ্চা খাওয়াতে ও ডিম তা দিতে গিয়ে।

2 comments: