১। অবশ্যই বাচ্চা পাখি দিয়ে পাখি পালন শুরু করবেন।
২। পাখি ক্রয় করার আগে প্রাথমিক কিছু ধারনা আগে নিয়ে নিবেন তাহলে পাখি ক্রয় করতে সুবিধা হবে।
৩। অবশ্যই সম্ভব হলে কোন ব্রিডার এর কাছ থেকে পাখি কিনবেন। কারন ব্রিডার ও ট্রেডার কখন ও এক না।
৪। পাখি ক্রয় করার সময় পাখির আচার আচরন খেয়াল করবেন।
৫। চঞ্চল পাখি ক্রয় করবেন।
৬।পাখির সাস্থ ভালো দেখে ক্রয় করবেন।
৭।পাখির পরিচর্যা সম্পর্কে আগে জেনে নিবেন।
৮। পাখির দৈনিক রুটিন করবেন তাহলে পাখি সুস্থ থাকবে।
৯।পাখিকে সাস্থবান খাবার দিবেন
১০। প্রতিদিন পরিস্কার পানি দিবেন।
১১।পাখিকে বসার জন্য অবশ্যই নিম গাছের ডাল দিবেন।
১২।পাখির খাচায় অতিরিক্ত খেলনা দিবেন না, এতে পাখি উরতে অসুবিধা হয়।
১৩। পাখির খাচায় যেন সরাসরি বাতাস ও মেঘ না পরে অইরকম জায়গায় রাখতে হবে।
আশা করি নতুন পখাল হিসেবে এগুলু মেনে চললেই অনেক কিছু অর্জন করতে পারবেন আর শিক্ষা গ্রহন এর শেষ নেই তাই প্রতিনিয়ত শিখেই যাবেন।
ধন্যবাদ ❤
Nice
ReplyDelete