Thursday, July 9, 2020

বাজ্রিগার বাচ্চা পঙ্গু কেনো হয়?

বাজ্রিগার এর ছোট বাচ্চার ঠোঁটে ও পায়ের নখ এ অনেক সময় টয়লেট লেগে থাকে যা পরবর্তীতে শক্ত হয়ে যায় ও ঠোট ও নখ কে বৃদ্ধি  হতে অসুবিধা করে ফলে বাচ্চা সঠিক বিকাশ হয় না ও বাচ্চা পঙ্গু  হয়ে যায় যা একজন পাখাল এর জন্য দুঃখজনক , তাহলে এর সমাধান কি?? 

সমাধানঃ- সবগুলা বাচ্চা ফুটার পর হারি খেয়াল রাখা,  হাড়ি পরিস্কার করে দেয়া ময়লা হয়ে গেলে,  আর যদি টয়লেট কোন বাচ্চার ঠোট এ ও নখ এ লেগে থাকে তাহলে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে তুলো দিয়ে আস্তে আস্তে পরিস্কার করে দিতে হবে 

বিঃ দ্রঃ পরিস্কার করার সময় অবশ্যই আস্তে আস্তে খেয়াল করে করতে হবে,  একটু অসাবধানতা বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।

No comments:

Post a Comment